পরিচ্ছেদঃ অপবিত্র ব্যক্তি শুধু অযু করে ঘুমাতে পারবে

১৯৯) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, একদা উমার বিন খাত্তাব (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেনঃ আমাদের কেউ কি অপবিত্র অবস্থায় ঘুমাতে পারে? উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ, তোমাদের কেউ অযু করে নিলে অপবিত্র অবস্থায় ঘুমাতে পারে।

باب نَوْمِ الْجُنُبِ

১৯৯ـ عَنْ ابن عُمَرَ أن عُمر بن الْخَطَّابِ : سَأَلَ رَسُولَ اللَّهِ : أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ قَالَ نَعَمْ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَرْقُدْ وَهُوَ جُنُبٌ. (بخارى:২৮৭)

১৯৯ـ عن ابن عمر ان عمر بن الخطاب : سال رسول الله : ايرقد احدنا وهو جنب؟ قال نعم اذا توضا احدكم فليرقد وهو جنب. (بخارى:২৮৭)

Sleeping of a Junub person


Narrated `Umar bin Al-Khattab:

I asked Allah's Messenger (ﷺ) "Can any one of us sleep while he is Junub?" He replied, "Yes, if he performs ablution, he can sleep while he is Junub."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৫. কিতাবুল গোসল (كتاب الغسل) Bathing (Ghusl)