পরিচ্ছেদঃ গোসলের সময় মাথায় তিনবার পানি ঢালা

১৮৮) জুবাইর বিন মুতইম (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমি মাথায় তিনবার পানি ঢেলে থাকি। অতঃপর (এ কাজটি) তিনি উভয় হাত দিয়ে ইঙ্গিত করে দেখালেন।

باب مَنْ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلاَثًا

১৮৮ـ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاثًا وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا.

১৮৮ـ عن جبير بن مطعم قال: قال رسول الله اما انا فافيض على راسي ثلاثا واشار بيديه كلتيهما.

Pouring water thrice on one's head


Narrated Jubair bin Mut`im:

Allah's Messenger (ﷺ) said, "As for me, I pour water three times on my head." And he pointed with both his hands.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৫. কিতাবুল গোসল (كتاب الغسل) Bathing (Ghusl)