পরিচ্ছেদঃ ৪১: পাঁচ রাকআত দ্বারা বিজোড় কিভাবে করতে হবে? হাদীস বর্ণনায় হাকাম-এর ওপর মতানৈক্য
১৭১৪. কুতায়বাহ্ (রহ.) ..... উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.)-পাঁচ রাকআত বিতর আদায় করতেন, সাত রাকআত বিতর আদায় করতেন। ঐ রাক'আতগুলোর মধ্যে সালাম ফিরিয়ে কিংবা কথা বলে সালাতকে পৃথক করতেন না।
باب كَيْفَ الْوِتْرُ بِخَمْسٍ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى الْحَكَمِ فِي حَدِيثِ الْوِتْرِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِخَمْسٍ وَبِسَبْعٍ، لَا يَفْصِلُ بَيْنَهَا بِسَلَامٍ وَلَا بِكَلَامٍ .
تخریج دارالدعوہ: سنن ابن ماجہ/الإقامة ۱۲۳ (۱۱۹۲)، (تحفة الأشراف: ۱۸۲۱۴)، مسند احمد ۶/۲۹۰، ۳۱۰، ۳۲۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1715 - صحيح
How to pray witr with five rak'ahs, and the differences reported from Al-Hakam in the hadith about Witr
Mansur reported from Al-Hakam, from Miqsam, that Umm Salamah said: The Messenger of Allah (ﷺ) used to pray witr with five and seven rak'ahs which he did not separate with any taslim nor talk.
পরিচ্ছেদঃ ৪১: পাঁচ রাকআত দ্বারা বিজোড় কিভাবে করতে হবে? হাদীস বর্ণনায় হাকাম-এর ওপর মতানৈক্য
১৭১৫. কাসিম ইবনু যাকারিয়্যা ইবনু দীনার (রহ.) ..... উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) সাত রাক'আত বা পাঁচ রাকআত বিতর আদায় করতেন। ঐ রাকআতগুলোর মধ্যে সালাম ফিরিয়ে সালাতকে পৃথক করতেন না।
باب كَيْفَ الْوِتْرُ بِخَمْسٍ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى الْحَكَمِ فِي حَدِيثِ الْوِتْرِ
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قال: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبْعٍ أَوْ بِخَمْسٍ لَا يَفْصِلُ بَيْنَهُنَّ بِتَسْلِيمٍ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۸۱۸۱) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1716 - صحيح
How to pray witr with five rak'ahs, and the differences reported from Al-Hakam in the hadith about Witr
Mansur reported from Al-Hakam, from Miqsam, from Ibn 'Abbas that Umm Salamah said: The Messenger of Allah (ﷺ) used to pray witr with seven or five (rak'ahs), not separating between them with the taslim.
পরিচ্ছেদঃ ৪১: পাঁচ রাকআত দ্বারা বিজোড় কিভাবে করতে হবে? হাদীস বর্ণনায় হাকাম-এর ওপর মতানৈক্য
১৭১৬. মুহাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইব্রাহীম (রহ.) ..... মিকসাম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, বিতর সালাত সাত রাকআত তবে পাঁচ রাক'আতের কম নয়। রাবী (হাকাম) বলেন, আমি এ কথা ইব্রাহীম (রহ.)-কে বললে তিনি বললেন, রাবী (মিকসাম) এ হাদীস কার নিকট হতে বর্ণনা করেছেন? আমি বললাম, আমার জানা নেই। হাকাম বলেন, অতঃপর আমি হজ্জের উদ্দেশে রওনা করলে মিকসাম (রহ.)-এর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি তাকে বললাম, আপনি এ হাদীস কার কাছ থেকে বর্ণনা করেছেন? তিনি বললেন, একজন নির্ভরযোগ্য রাবী থেকে। তিনি ‘আয়িশাহ্ এবং মায়মূনাহ্ (রাঃ) হতে।
باب كَيْفَ الْوِتْرُ بِخَمْسٍ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى الْحَكَمِ فِي حَدِيثِ الْوِتْرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ يَزِيدَ، قال: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ الْحُسَيْنِ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، قال: الْوِتْرُ سَبْعٌ فَلَا أَقَلَّ مِنْ خَمْسٍ فَذَكَرْتُ ذَلِكَ لِإِبْرَاهِيمَ، فَقَالَ: عَمَّنْ ذَكَرَهُ ؟ قُلْتُ: لَا أَدْرِي قَالَ الْحَكَمُ: فَحَجَجْتُ فَلَقِيتُ مِقْسَمًا، فَقُلْتُ لَهُ: عَمَّنْ ؟ قَالَ: عَنِ الثِّقَةِ، عَنْ عَائِشَةَ، وَعَنْ مَيْمُونَةَ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۷۸۱۸)، مسند احمد ۶/۳۳۵ (صحیح) (سابقہ حدیث سے تقویت پاکر یہ حدیث صحیح ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1717 - صحيح لغيره
How to pray witr with five rak'ahs, and the differences reported from Al-Hakam in the hadith about Witr
Sufyan bin Al-Husain narrated from Al-Hakam that Miqsam said: Witr is seven and no less than five. I mentioned that to Ibrahim and he said: From whom did he quote that? I said: I do not know. Al-Hakam said: Then I performed Hajj and I met Miqsam and said to him: 'From whom (did you narrate that)?' He said: 'From the trustworthy one, from Aishah and from Maimunah.'
পরিচ্ছেদঃ ৪১: পাঁচ রাকআত দ্বারা বিজোড় কিভাবে করতে হবে? হাদীস বর্ণনায় হাকাম-এর ওপর মতানৈক্য
১৭১৭. ইসহাক ইবনু মানসূর (রহ.) .... ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) কখনও পাঁচ রাকআত বিতর আদায় করতেন, কেবলমাত্র শেষ রাক'আতেই বসতেন।
باب كَيْفَ الْوِتْرُ بِخَمْسٍ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى الْحَكَمِ فِي حَدِيثِ الْوِتْرِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِخَمْسٍ، وَلَا يَجْلِسُ إِلَّا فِي آخِرِهِنَّ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۶۹۲۱)، وقد أخرجہ: صحیح مسلم/المسافرین ۱۷ (۷۳۷)، مسند احمد ۶/۱۲۳، ۱۶۱، ۲۰۵ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1718 - صحيح
How to pray witr with five rak'ahs, and the differences reported from Al-Hakam in the hadith about Witr
Hisham bin Urwah narrated from his father, from Aishah, that: The Prophet (ﷺ) used to pray witr with five and he did not sit except in the last (rak'ah) of them.