পরিচ্ছেদঃ ২৮: নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের সালাত আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা
১৬৭৭. সুলায়মান ইবনু সালম ও মুহাম্মাদ ইবনু আলী ইবনুল হাসান ইবনু শাকীক (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু নবী (সা.) আমাকে তিনটি কাজের ওয়াসিয়্যাত করে গেছেন। (১) বিতরের সালাত আদায় করে নিদ্রা যাওয়া। (২) প্রত্যেক মাসে (আইয়্যামে বীযের) তিনদিন সিয়াম পালন করা। (৩) চাশতের [পুর্বাহ্নের] দু' রাক'আত সালাত আদায় করা।
باب الْحَثِّ عَلَى الْوِتْرِ قَبْلَ النَّوْمِ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ، وَمُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، عَنِ النَّضْرِ بْنِ شُمَيْلٍ، قال: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي شِمْرٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قال: أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثٍ: النَّوْمِ عَلَى وِتْرٍ، وَصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى .
تخریج دارالدعوہ: صحیح البخاری/التھجد ۳۳ (۱۱۷۸)، الصیام ۶۰ (۱۹۸۱)، صحیح مسلم/المسافرین ۱۳ (۷۲۱)، (تحفة الأشراف: ۱۳۶۱۸)، مسند احمد ۲/۴۵۹، سنن الدارمی/الصلاة ۱۵۱ (۱۴۹۵)، الصوم ۳۸ (۱۷۸۶) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1678 - صحيح
Encouragement to pray witr before sleeping
It was narrated that Abu Hurairah said: My dearest friend advised me (to do) three things: 'To sleep after praying Witr, to fast three days each month, and to pray two rak'ahs of Fajr.'
পরিচ্ছেদঃ ২৮: নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের সালাত আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা
১৬৭৮. মুহাম্মাদ ইবনু বাশার (রহ.) ..... আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে তিনটি কাজের ওয়াসিয়্যাত করেছেন। (১) রাতের প্রথমভাগেই বিতরের সালাত আদায় করে নেয়া। (২) ফজরের দু' রাক'আত সুন্নাত সালাত আদায় করা। (৩) প্রত্যেক মাসে তিনদিন (আইয়্যামে বীযের) সিয়াম পালন করা।
باب الْحَثِّ عَلَى الْوِتْرِ قَبْلَ النَّوْمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قال: حَدَّثَنَا مُحَمَّدٌ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا، عَنْ عَبَّاسٍ الْجُرَيْرِيِّ، قال: سَمِعْتُ أَبَا عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قال: أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثٍ: الْوِتْرِ أَوَّلَ اللَّيْلِ، وَرَكْعَتَيِ الْفَجْرِ، وَصَوْمِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ .
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1679 - صحيح
Encouragement to pray witr before sleeping
It was narrated that Abu Hurairah said: My closest friend advised me to do three things: 'To pray witr at the beginning of the night, to pray two rak'ahs of Fajr and to fast three days of each month.'