পরিচ্ছেদঃ ১৬: শুধুমাত্র লুঙ্গি পরিধান করে সালাত আদায় করা
৭৬৬. ’উবায়দুল্লাহ ইবনু সা’ঈদ (রহ.) ..... সাহল ইবনু সা’দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ (সা.) -এর সঙ্গে ছেলেদের মতো লুঙ্গি গিরা দিয়ে সালাত আদায় করতেন। নারীদের বলা হতো, পুরুষেরা সোজা হয়ে বসার আগে তোমরা সাজদাহ্ থেকে তোমাদের মাথা ওঠাবে না।
الصلاة في الإزار
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قال: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قال: كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِينَ أُزْرَهُمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ، فَقِيلَ لِلنِّسَاءِ: لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۶ (۳۶۲)، الأذان ۱۳۶ (۸۱۴)، العمل في الصلاة ۱۴ (۱۲۱۵)، صحیح مسلم/الصلاة ۲۹ (۴۴۱)، سنن ابی داود/الصلاة ۷۹ (۶۳۰)، (تحفة الأشراف: ۴۶۸۱)، مسند احمد ۳/۴۳۳، ۵/۳۳۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 767 - صحيح
16. Praying In An Izar (Waist Wrap)
It was narrated that Sahl bin Sa'd said: Some men used to pray with Messenger of Allah(ﷺ) tying their lower garments tight like children, it was said to the women: 'Do not raise your heads until the men have sat up completely.'
পরিচ্ছেদঃ ১৬: শুধুমাত্র লুঙ্গি পরিধান করে সালাত আদায় করা
৭৬৭. শু’আয়ব ইবনু ইউসুফ (রহ.) ..... ’আমর ইবনু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন আমার সম্প্রদায় রাসূলুল্লাহ (সা.)-এর নিকট থেকে ফিরে আসলো তখন তারা বলল যে, তিনি বলছেন, তোমাদের ইমামতি করবে সে-ই যে তোমাদের মধ্যে কুরআন বেশি পড়তে পারে। তিনি আরো বলেন, তখন তারা আমাকে আহ্বান করল এবং আমাকে রুকু সিজদা শিখিয়ে দিল। তারপর আমি তাদের নিয়ে সালাত আদায় করতাম। তখন আমরা গায়ে থাকত একখানা কাটা চাদর। তারা আমার পিতাকে বলতো, আপনি কি আমাদের হাতে আপনার ছেলের নিতম্ব ঢাকবেন না?
الصلاة في الإزار
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، قال: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قال: أَنْبَأَنَا عَاصِمٌ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، قال: لَمَّا رَجَعَ قَوْمِي مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا: إِنَّهُ قَالَ: لِيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قِرَاءَةً لِلْقُرْآنِ . قَالَ: فَدَعَوْنِي فَعَلَّمُونِي الرُّكُوعَ وَالسُّجُودَ فَكُنْتُ أُصَلِّي بِهِمْ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ مَفْتُوقَةٌ فَكَانُوا يَقُولُونَ لِأَبِي: أَلَا تُغَطِّي عَنَّا اسْتَ ابْنِكَ ؟.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۶۳۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 768 - صحيح
16. Praying In An Izar (Waist Wrap)
It was narrated that 'Amr bin Salamah said: When my people came back from the Prophet (ﷺ)they said that he had said: 'Let the one who recites the Quran most lead you in prayer.' So they called me and taught me how to bow and prostrate, and I used to lead them in prayer, wearing a torn cloak, and they used to say to my father: 'Will you not conceal your son's backside from us? '