পরিচ্ছেদঃ ৪৭. মুশরিক যুদ্ধের সময় মুসলিমদের সাথে থাকলে সে গণীমতের মালের অংশ পাবে কিনা?
২৭২৩. মুসাদ্দাদ ও ইয়াহইয়া ইবন মা’ঈন (রহঃ) ..... ’আইশা (রাঃ) থেকে বর্ণিত। রাবী ইয়াহ্ইয়া বলেনঃ জনৈক মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিলিত হয়ে তাঁর সাথী হিসাবে (কাফিরদের বিরূদ্ধে) যুদ্ধ করার ইচ্ছা ব্যক্ত করে। তখন তিনি বলেনঃ তুমি ফিরে যাও।
রাবী মুসাদ্দাদ ও ইয়াহইয়া উভয়ে এ মর্মে ঐক্যমত পোষণ করেন যে, তখন তিনি বলেছিলেনঃ তুমি ফিরে যাও। আমরা মুশরিকদের সাহায্য চাই না।
باب فِي الْمُشْرِكِ يُسْهَمُ لَهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَيَحْيَى بْنُ مَعِينٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنِ الْفُضَيْلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِيَارٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَ يَحْيَى أَنَّ رَجُلاً، مِنَ الْمُشْرِكِينَ لَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم لِيُقَاتِلَ مَعَهُ فَقَالَ " ارْجِعْ " . ثُمَّ اتَّفَقَا فَقَالَ " إِنَّا لاَ نَسْتَعِينُ بِمُشْرِكٍ " .
A’ishah said (this is the version of narrator Yahya). A man from the polytheists accompanied the Prophet (ﷺ) to fight along with him. He said “Go back. Both the narrators (Musaddad and Yahya) then agreed. The Prophet said “We do not want any help from a polytheist.”