পরিচ্ছেদঃ ৭১. কুরবানীর দিন কখন খুতবা দিবে।
৯৫৪. আবদুল ওয়াহহাব ইবন আবদুর রহীম ..... রাফে’ ইবন আমর আল মাযানী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাতে লোকদের উদ্দেশ্যে খুতবা প্রদান করতে দেখেছি; দ্বি-প্রহরের নিকটবর্তী সময়ে তাঁর সাদা বেশি কালো কম মিশ্রিত রং এর খচ্চরের উপর উপবিষ্ট হয়ে। আর এ সময় আলী (রাঃ) তাঁর ব্যাখ্যা করে শোনাচ্ছেন। তখন লোকদের কিছু দন্ডায়মান এবং কিছু বসা অবস্থায় ছিল।
باب أَىِّ وَقْتٍ يَخْطُبُ يَوْمَ النَّحْرِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ، عَنْ هِلاَلِ بْنِ عَامِرٍ الْمُزَنِيِّ، حَدَّثَنِي رَافِعُ بْنُ عَمْرٍو الْمُزَنِيُّ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ بِمِنًى حِينَ ارْتَفَعَ الضُّحَى عَلَى بَغْلَةٍ شَهْبَاءَ وَعَلِيٌّ - رضى الله عنه - يُعَبِّرُ عَنْهُ وَالنَّاسُ بَيْنَ قَاعِدٍ وَقَائِمٍ .
Narrated Rafi' ibn Amr al-Muzani:
I saw the Messenger of Allah (ﷺ) addressing the people at Mina (on the day of sacrifice) when the sun rose high (i.e. in the forenoon) on a white mule, and Ali (Allah be pleased with him) was interpreting on his behalf; some people were standing and some sitting.