পরিচ্ছেদঃ ২৮০. সফরের সময় নামাযের কিরা'আত সংক্ষেপ করা।
১২২১. হাফস ইবন উমার (রহঃ) ..... বারাআ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরে গেলাম। তিনি ইশার নামাযে ওয়াত্তিন ওয়াযযায়তুন এর মত ছোট সূরা পাঠ করেন। (বুখারি, মুসলিম, তিরমিযি, ইবন মাজাহ, নাসাঈ)।
باب قِصَرِ قِرَاءَةِ الصَّلاَةِ فِي السَّفَرِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَصَلَّى بِنَا الْعِشَاءَ الآخِرَةَ فَقَرَأَ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ .
Narrated Al-Bara' :
We went out on a journey along with the Messenger of Allah (ﷺ). He led us in the night prayer and he recited in one of the rak'ahs: "By the fig and the olive."