পরিচ্ছেদঃ ১৮২. নামাযের সময় কোমরে হাত রাখা।
৯৪৭. ইয়াকুব ইবনে কাব (রহঃ) .... মুয়াইকিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের মধ্যে “ইখতিসার” করতে নিষেধ করেছেন। (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)।
ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ’ইখতিসার’ অর্থ হল পেটের পার্শ্বদেশে হাত রেখে (ভর দিয়ে) দণ্ডায়মান হওয়া। কেউ কেউ বলেন, ’ইখতিসার’ শব্দের অর্থ হল কোমরে হাত রেখে অথবা কোমরে কোন বস্তুর ঠেস লাগিয়ে নামায পড়া।
باب الرَّجُلِ يُصَلِّي مُخْتَصِرًا
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ كَعْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ الاِخْتِصَارِ فِي الصَّلاَةِ . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي يَضَعُ يَدَهُ عَلَى خَاصِرَتِهِ .
Abu hurairah said that the Messenger of Allah (May peace be upon him) forbade putting hands on the waist during prayer.
Abu Dawud said; The word Ikhtisar means to put one’s hands on one’s waist.