পরিচ্ছেদঃ ১৭০. নামাযের মধ্যে কিরা'আতের ভুল শোধরানোর নিষেধ সম্পর্কে।
৯০৮. আব্দুল ওয়াহহাব ইবনে নাজদা (রহঃ) ..... আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী! তুমি নামাযের মধ্যে ইমামের কিরাতের ভুল শোধরিও না।
ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, রাবী আবু ইসহাক (রহঃ) হারিস (রহঃ) হতে মাত্র চারটি হাদিস শ্রবণ করেছেন। (এই হাদিসটি এসবের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়)।
باب النَّهْىِ عَنِ التَّلْقِينِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَلِيُّ لاَ تَفْتَحْ عَلَى الإِمَامِ فِي الصَّلاَةِ " . قَالَ أَبُو دَاوُدَ أَبُو إِسْحَاقَ لَمْ يَسْمَعْ مِنَ الْحَارِثِ إِلاَّ أَرْبَعَةَ أَحَادِيثَ لَيْسَ هَذَا مِنْهَا .
Narrated Ali ibn AbuTalib:
The Messenger of Allah (ﷺ) said: Ali, do not instruct the imam during the prayer.
Abu Dawud said: The narrator Abu Ishaq heard only for traditions from al-Harith, this tradition is not one of them.