পরিচ্ছেদঃ ২৯৩ : শয়তান ও কাফেরদের অনুকরণ করা নিষেধ

১/১৬৪২। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা বাম হাতে আহার করো না। কারণ, শয়তান বাম হাত দিয়ে পানাহার করে।’’ (মুসলিম)[1]

(293) بَابُ النَّهْيِ عَنِ التَّشَبُّهِ بِالشَّيْطَانِ وَالْكُفَّارِ

عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لاَ تَأكُلُوْا بِالشِّمَالِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأكُلُ وَيَشرَبُ بِالشِّمَالِ» . رواه مسلم .

عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لا تاكلوا بالشمال، فان الشيطان ياكل ويشرب بالشمال» . رواه مسلم .

(293) Chapter: Prohibition of following the Manners of Satan and Disbelievers


Jabir (May Allah be pleased with him) said:
I heard the Messenger of Allah (ﷺ) as saying: "Do not eat with your left hand, because Satan eats and drinks with his left hand."

[Muslim].


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৭/ নিষিদ্ধ বিষয়াবলী (كتاب الأمور المنهي عنها) The Book of the Prohibited actions

পরিচ্ছেদঃ ২৯৩ : শয়তান ও কাফেরদের অনুকরণ করা নিষেধ

২/১৬৪৩। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে অবশ্যই আহার না করে এবং তা দিয়ে অবশ্যই পানও না করে। কেননা, শয়তান বাম হাত দিয়ে পানাহার করে থাকে।’’ (মুসলিম) [1]

(293) بَابُ النَّهْيِ عَنِ التَّشَبُّهِ بِالشَّيْطَانِ وَالْكُفَّارِ

وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «لاَ يَأكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ، وَلاَ يَشْرَبَنَّ بِهَا، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِهَا» . رواه مسلم

وعن ابن عمر رضي الله عنهما : ان رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قال: «لا ياكلن احدكم بشماله، ولا يشربن بها، فان الشيطان ياكل بشماله ويشرب بها» . رواه مسلم

(293) Chapter: Prohibition of following the Manners of Satan and Disbelievers


Ibn 'Umar (May Allah be pleased with them) said:
The Messenger of Allah (ﷺ) said, "No person should eat and drink with his left hand for Satan eats with his left hand and drinks with his left hand."

[Muslim].

Commentary: It is a pity that in imitation of Europeans, many Muslims now eat and drink with their left hand and thus please Satan.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৭/ নিষিদ্ধ বিষয়াবলী (كتاب الأمور المنهي عنها) The Book of the Prohibited actions

পরিচ্ছেদঃ ২৯৩ : শয়তান ও কাফেরদের অনুকরণ করা নিষেধ

৩/১৬৪৪। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’ইহুদী-খৃষ্টানরা [দাড়ি-মাথার চুলে] কলপ লাগায় না। সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো।’’ [অর্থাৎ তোমরা তা লাগাও।] (বুখারী ও মুসলিম) [1]

(293) بَابُ النَّهْيِ عَنِ التَّشَبُّهِ بِالشَّيْطَانِ وَالْكُفَّارِ

وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «إنَّ اليَهُودَ وَالنَّصَارى لاَ يَصْبِغُونَ، فَخَالِفُوهُمْ» . متفق عَلَيْهِ

وعن ابي هريرة رضي الله عنه : ان رسول الله صلى الله عليه وسلم، قال: «ان اليهود والنصارى لا يصبغون، فخالفوهم» . متفق عليه

(293) Chapter: Prohibition of following the Manners of Satan and Disbelievers


Abu Hurairah (May Allah be pleased with him) said:
I heard the Messenger of Allah (ﷺ) as saying: "Jews and Christians do not dye their hair, so act differently from them."

[Al-Bukhari and Muslim].

Commentary: We learn from this Hadith that the Prophet (PBUH) has advised the Muslims to dye the hair of their head and beard with yellow or red colour. They have been forbidden from dying the hair with black colour, as will be explained in the coming Ahadith.
Some religious scholars have regarded this as something desirable. Therefore, it is not necessary to dye the hair of head and beard. But this is certainly better. Since any resemblance with the Jews and Christians is unlawful, not dying the hair will create a resemblance with them. Therefore, in such a situation the colouring will be necessary, otherwise it will be Mustahabb, that is to say desirable.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৭/ নিষিদ্ধ বিষয়াবলী (كتاب الأمور المنهي عنها) The Book of the Prohibited actions
দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে