পরিচ্ছেদঃ রাত্রে দাফন করার বিধান

৫৯৩. জাবির (রাঃ) থেকে বৰ্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃতদেরকে রাতের বেলা দাফন করবে না, তবে উপায় না থাকলে করবে। -ইবনু মাজাহ। এর মূল বক্তব্য মুসলিমে রয়েছে। কিন্তু তিনি (রাবী) বলেন, নবী এ সম্বন্ধে কড়াকড়ি করেছেন-রাত্রে কবর দিলে জানাযার সালাত আদায় না করে যেন তা কবরস্থ না করা হয়।[1]

وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «لَا تَدْفِنُوا مَوْتَاكُمْ بِاللَّيْلِ إِلَّا أَنْ تُضْطَرُّوا». أَخْرَجَهُ ابْنُ مَاجَهْ وَأَصْلُهُ فِي «مُسْلِمٍ»، لَكِنْ قَالَ: زَجَرَ أَنْ يُقْبَرَ الرَّجُلُ بِاللَّيْلِ, حَتَّى يُصَلَّى عَلَيْهِ

-

صحيح. رواه ابن ماجه (1521)

وعن جابر - رضي الله عنه - ان النبي - صلى الله عليه وسلم - قال: «لا تدفنوا موتاكم بالليل الا ان تضطروا». اخرجه ابن ماجه واصله في «مسلم»، لكن قال: زجر ان يقبر الرجل بالليل, حتى يصلى عليه - صحيح. رواه ابن ماجه (1521)


Jabir bin ‘Abdullah (RAA) narrated that the Messenger of Allah (ﷺ) said:
"Do not bury your dead during the night unless you have to do so." Related by Ibn Majah. Muslim reported a similar narration, but Jabir said in his narration, ‘The Prophet (ﷺ) disapproved that someone is buried at night, unless the funeral prayer has been offered for him.’


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৩ঃ জানাযা (كتاب الجنائز) 3/ Funerals