পরিচ্ছেদঃ ক্ববরে মাটি দেয়ার বিধান
৫৮১. ’আমির বিন রাবী’আহ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মায’উন (রাঃ)-এর জানাযা সালাত আদায় করেছিলেন এবং তাঁর কবরের নিকট এসে দাঁড়ান অবস্থায় তিন মুঠো মাটি দিয়েছিলেন।[1]
[1] অত্যন্ত দুর্বল। দারাকুতনী ২/৭৬, হাঃ ১, ইমাম বাইহাকী তাঁর আস সুনান আল কুবরা (৩/৪১০) গ্রন্থে বলেন, এর সানাদ দুর্বল, তবে এর মুরসাল শাহেদ বিদ্যমান। আর এটি কখনও মারফূ’ হিসেবেও বর্ণিত হয়েছে। ইবনুল মুলকিন তাঁর আল বদরুল মুনীর (৫/৩১৬) গ্রন্থে একে দুর্বল বলেছেন।
وَعَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - صَلَّى عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ, وَأَتَى الْقَبْرَ, فَحَثَى عَلَيْهِ ثَلَاثَ حَثَيَاتٍ, وَهُوَ قَائِمٌ. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ
-
ضعيف جدا. رواه الدارقطني (2/ 76/1)
وعن عامر بن ربيعة - رضي الله عنه: ان النبي - صلى الله عليه وسلم - صلى على عثمان بن مظعون, واتى القبر, فحثى عليه ثلاث حثيات, وهو قاىم. رواه الدارقطني
-
ضعيف جدا. رواه الدارقطني (2/ 76/1)
‘Amir bin Rabi’Ah (RAA) narrated that the Messenger of Allah (ﷺ) prayed over ‘Uthman bin Madh’un, then went to the grave and sprinkled three handfuls of soil while he was standing.’ Related by Ad-Darqutni.
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আমির ইবনু রাবী‘আহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৩ঃ জানাযা (كتاب الجنائز) 3/ Funerals