পরিচ্ছেদঃ পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক তথা বিজাতির পোশাক পরা হারাম
(৩৩৫৫) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জাফরানী রঙ্গের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন।’
عَنْ أَنَسٍ قَالَ : نَهٰـى النَّبِيُّ ﷺ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُل متفق عَلَيْهِ
পরিচ্ছেদঃ পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক তথা বিজাতির পোশাক পরা হারাম
(৩৩৫৬) আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ’স (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরনে দুটো হলুদ রঙের কাপড় দেখে বললেন, তোমার মা কি তোমাকে এ কাপড় পরিধান করতে আদেশ করেছে? আমি বললাম, ’আমি কি তা ধুয়ে ফেলব?’ তিনি বললেন, বরং তা পুড়িয়ে ফেলো। অন্য এক বর্ণনায় আছে, তিনি বললেন, এ হল কাফেরদের পোশাক। সুতরাং তুমি এ পরিধান করো না।
وَعَنْ عَبْدِ اللهِ بنِ عَمْرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : رَأَى النَّبِيُّ ﷺ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ أُمُّكَ أمَرَتْكَ بِهَذا؟ قُلْتُ: أَغْسِلُهُمَا ؟ قَالَ بَلْ أَحْرِقْهُمَا
وَفِي رِوَايَةٍ فَقَالَ إِنَّ هَذَا مِنْ ثِيَابِ الكُفَّارِ فَلاَ تَلْبَسْهَا رواه مسلم
পরিচ্ছেদঃ পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক তথা বিজাতির পোশাক পরা হারাম
(৩৩৫৭) আমর বিন শুআইব, তিনি তাঁর পিতা, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদেরকে ছেড়ে অন্য কারো সাদৃশ্য অবলম্বন করে।
عَنْ عَمْرٍو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيْهِ عَنْ جَدِّهِ رَضِيَ اللهُ عَنْهُمْ أَنَّ رَسُوْلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ قَالَ لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا
পরিচ্ছেদঃ পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক তথা বিজাতির পোশাক পরা হারাম
(৩৩৫৮) ইবনে উমার (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত।
عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
পরিচ্ছেদঃ পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক তথা বিজাতির পোশাক পরা হারাম
(৩৩৫৯) উক্ত ইবনে উমার (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধিজনক লেবাস পরবে, আল্লাহ তাকে কিয়ামতে লাঞ্ছনার লেবাস পরাবেন।
وعَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا أَلْبَسَهُ اللهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ