পরিচ্ছেদঃ শিশুদেরকে সালাম দেওয়া প্রসঙ্গে
(৩২৫৯) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি কতিপয় শিশুর নিকট দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে সালাম দিলেন এবং বললেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন।’
(বুখারী ৬২৪৭, মুসলিম ৫৭৯১-৫৭৯৩)
عَن أَنَسٍ أنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ : كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَفْعَلُهُ متفقٌ عَلَيْهِ
عن انس انه مر على صبيان فسلم عليهم وقال : كان رسول الله ﷺ يفعله متفق عليه