পরিচ্ছেদঃ কোন মঞ্জিলে (বিশ্রাম নিতে) অবতরণ করলে সেখানে কী দু‘আ পড়বে?

(৩২১৮) খাওলা বিনতে হাকীম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি (সফরের) কোন মঞ্জিলে নেমে এই দু’আ পড়বে, ’আঊযু বিকালিমাতিল্লা-হিত্ তা-ম্মাতি মিন শার্‌রি মা খালাক্ব।’ (অর্থাৎ, আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি।) তাহলে সে মঞ্জিল থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোন জিনিস তার কোন ক্ষতি করতে পারবে না।

عَن خَولَةَ بِنتِ حَكِيمٍ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ مَنْ نَزَلَ مَنْزِلاً ثُمَّ قَالَ : أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتّٰـى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ رواه مسلم

عن خولة بنت حكيم رضي الله عنها، قالت: سمعت رسول الله ﷺ يقول من نزل منزلا ثم قال : اعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره شيء حتـى يرتحل من منزله ذلك رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব