পরিচ্ছেদঃ শ্রেষ্ঠ সাক্ষী
(১৮৭৩) যায়দ বিন খালেদ জুহানী (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য হল সেটা, যা সাক্ষী তার নিকট চাওয়ার আগেই দিয়ে থাকে। (ত্বাবারানী ৫০৩৭, সঃ জামে’ ৩২৭৬)
* এ সাক্ষ্য বিবাহ, তালাক বা কোন বিবাদের ক্ষেত্রে কল্যাণময় কাজে। নচেৎ সাক্ষী মানার আগে সাক্ষী হওয়া বা মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রশংসনীয় নয়।
عَنْ زَيْدِ بن خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ خَيْرُ الشَّهَادَةِ مَا شَهِدَ بِهَا صَاحِبُهَا قَبْلَ أَنْ يُسْأَلَهَا
عن زيد بن خالد الجهني قال : قال رسول الله ﷺ خير الشهادة ما شهد بها صاحبها قبل ان يسالها