পরিচ্ছেদঃ ইলম লেখার গুরুত্ব

(১৫৭১) আব্দুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যা কিছু শুনতাম, সবই লিখে নিতাম মুখস্থ করার উদ্দেশ্যে। অতঃপর কুরাইশদের কিছু লোক আমাকে (লিখতে) নিষেধ করলেন আর বললেন, ’আপনি সব কিছুই লেখেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেন তিনি তো একজন মানুষ, রাগান্বিত অবস্থায়ও বলেন এবং খুশী অবস্থায়ও বলেন।’ সুতরাং আমি লেখা থেকে বিরত থাকি অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে এই বিষয়ে আলোচনা করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আঙুল দ্বারা নিজ মুখের প্রতি ইঙ্গিত ক’রে বললেন, ’তুমি লেখো যাঁর হাতে আমার জীবন তাঁর কসম এ (মুখ) হতে সত্য ছাড়া অন্য কিছুই বের হয় না।

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ كُنْتُ أَكْتُبُ كُلَّ شَىْءٍ أَسْمَعُهُ مِنْ رَسُولِ اللهِ ﷺ أُرِيدُ حِفْظَهُ فَنَهَتْنِى قُرَيْشٌ وَقَالُوا أَتَكْتُبُ كُلَّ شَىْءٍ تَسْمَعُهُ وَرَسُولُ اللهِ ﷺ بَشَرٌ يَتَكَلَّمُ فِى الْغَضَبِ وَالرِّضَا فَأَمْسَكْتُ عَنِ الْكِتَابِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللهِ ﷺ فَأَوْمَأَ بِأُصْبُعِهِ إِلَى فِيهِ فَقَالَ اكْتُبْ فَوَالَّذِى نَفْسِى بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ إِلاَّ حَقٌّ

عن عبد الله بن عمرو قال كنت اكتب كل شىء اسمعه من رسول الله ﷺ اريد حفظه فنهتنى قريش وقالوا اتكتب كل شىء تسمعه ورسول الله ﷺ بشر يتكلم فى الغضب والرضا فامسكت عن الكتاب فذكرت ذلك لرسول الله ﷺ فاوما باصبعه الى فيه فقال اكتب فوالذى نفسى بيده ما يخرج منه الا حق

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১৪/ ইলম