পরিচ্ছেদঃ কেশমুণ্ডন

(১১৯১) আবু হুরাইরা (রাঃ) প্রমুখাৎ বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হজ্জের সময় দু’আ করে) বললেন, হে আল্লাহ! কেশমুণ্ডনকারীদেরকে তুমি ক্ষমা কর। সকলে বলল, হে আল্লাহর রসুল! আর কেশকর্তন- কারীদেরকে? তিনি বললেন, হে আল্লাহ! কেশমুণ্ডনকারীদেরকে তুমি ক্ষমা কর। লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আর কেশ কর্তনকারী-দেরকে? তিনি পনুরায় বললেন, হে আল্লাহ! কেশমুণ্ডনকারীদেরকে তুমি ক্ষমা কর। লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আর কেশকর্তন-কারীদেরকে? এবারে তিনি বললেন, আর কেশকর্তনকারীদেরকেও (ক্ষমা কর।)

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا يَا رَسُولَ اللهِ وَلِلْمُقَصِّرِينَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا يَا رَسُولَ اللهِ وَلِلْمُقَصِّرِينَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا يَا رَسُولَ اللهِ وَلِلْمُقَصِّرِينَ قَالَ وَلِلْمُقَصِّرِينَ

عن ابى هريرة قال قال رسول الله ﷺ اللهم اغفر للمحلقين قالوا يا رسول الله وللمقصرين قال اللهم اغفر للمحلقين قالوا يا رسول الله وللمقصرين قال اللهم اغفر للمحلقين قالوا يا رسول الله وللمقصرين قال وللمقصرين

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১০/ হজ্জ