পরিচ্ছেদঃ ২৯. হুবারার গোশত (দ্রুত দৌড়াতে পারে এমন বৃহদাকার পাখি) খাওয়া সম্পর্কে
৩৭৯৭। বুরাইহ ইবনু উমার ইবনু সাফীনাহ (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হুবাবার মাংস খেয়েছি।[1]
দুর্বলঃ মিশকাত (৪১২৫)
[1]. তিরমিযী। তিনি বলেনঃ এই হাদীসটি গরীব। বায়হাক্বী। সনদের ইবরাহীমকে দারাকুতনী যঈফ বলেছেন। ইবনু হিব্বান বলেনঃ তার দ্বারা দলীল গ্রহণ হালাল নয়। ইমাম বুখারী বলেনঃ মাজহুল। ইবনু হাজার আত-তালখীস গ্রন্থে বলেনঃ এর সনদ দুর্বল।
بَابٌ فِي أَكْلِ لَحْمِ الْحُبَارَى
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ مَهْدِيٍّ، حَدَّثَنِي بُرَيْهُ بْنُ عُمَرَ بْنِ سَفِينَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمَ حُبَارَى
ضعيف، المشكاة (٤١٢٥)
حدثنا الفضل بن سهل، حدثنا ابراهيم بن عبد الرحمن ابن مهدي، حدثني بريه بن عمر بن سفينة، عن ابيه، عن جده، قال: اكلت مع رسول الله صلى الله عليه وسلم لحم حبارى
ضعيف، المشكاة (٤١٢٥)
Narrated Safinah:
I ate the flesh of a bustard along with the Prophet (ﷺ).
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২২/ খাদ্যদ্রব্য (كتاب الأطعمة) 22. Foods (Kitab Al-At'imah)