পরিচ্ছেদঃ ৩. ইসলামে বৈরাগ্য নেই
১৭২৯। ইবনু ’আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইসলামে সন্নাসবাদীতা নেই।[1]
দুর্বলঃ যঈফ আল-জামি’উস সাগীর (৬২৬৯), মিশকাত (২৫২২)।
[1]. আহমাদ. হাকিম, বায়হাক্বী। ইমাম হাকিম ও যাহাবী বলেন : সনদ সহীহ। আল্লামা হায়সামী মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে বলেন: এর রিজাল সিকাত। আহমাদ শাকির বলেন: এর সনদ সহীহ। শায়খ আলবানী সিলসিলাহ যঈফাহ গ্রন্থে (হা/৬৮৫) এর বিরোধীতা করে বলেন: সনদের উমার ইবনু ‘আতা সকলের ঐক্যমতে যঈফ। ইমাম যাহাবী স্বয়ং আল-মীযান গ্রন্থে তাকে উল্লেখ করে বলেছেন: তাকে ইয়াহইয়া ইবনু মাঈন ও নাসাঈ যঈফ বলেছেন। আর ইমাম আহমাদ বলেছেন: তিনি শক্তিশালী নন।
بَابُ لَا صَرُورَةَ فِي الْإِسْلَامِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الْأَحْمَرَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عُمَرَ بْنِ عَطَاءٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا صَرُورَةَ فِي الْإِسْلَامِ
ضعيف
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا ابو خالد يعني سليمان بن حيان الاحمر، عن ابن جريج، عن عمر بن عطاء، عن عكرمة، عن ابن عباس، قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا صرورة في الاسلام
ضعيف
Ibn 'Abbãs narrated that,
The Messenger of Allah said: "There is no monasticism in Islam".
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
৫/ হাজ্জ (হজ্জ/হজ) (كتاب المناسك) 5/ The Rites of Hajj (Kitab Al-Manasik Wa'l-Hajj)