পরিচ্ছেদঃ ৩২৮. সিজদা্সমুহের অনুচ্ছেদমালা এবং কুরআন তিলাওয়াতের সিজদা্ সংখ্যা প্রসঙ্গে
১৪০১। ’আমর ইবনুল ’আস (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআনের মধ্যে পনেরটি সিজদা্ পাঠ করিয়েছেন। তন্মধ্যে সূরাহ মুফাসসলে তিনটি এবং সূরাহ হাজ্জের মধ্যে দু’টি।[1]
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবূ দারদা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, সিজদা্ এগারটি। তবে এ বর্ণনার সানাদ দুর্বল।
দুর্বল : মিশকাত (১০২৯)।
এক নজরে কুরআনে সাজদার আয়াতসমূহঃ
কুরআনে সাজদার আয়াতসমূহ ১৫টি- (ফিক্বহুস সুন্নাহ ১/১৬৫-১৬৭)। সেগুলো হচ্ছেঃ
(১) সূরাহ আল-আ‘রাফ, আয়াত : ২০৬।
(২) সূরাহ রা‘দ, আয়াত : ১৫।
(৩) সূরাহ আন-নাহল, আয়াত : ৪৯।
(৪) মারইয়াম, আয়াত : ১০৭।
(৫) সূরাহ ইসরা, আয়াত : ৫৮।
(৬-৭) সূরাহ হাজ্জ্ব, আয়াত : ১৮, ৭৭।
(৮) সূরাহ ফুরক্বান, আয়াত ৬০।
(৯) সূরাহ নামল, আয়াত : ২৫।
(১০) সূরাহ সিজদা্, আয়াত : ১৫।
(১১) সূরাহ সোয়াদ, আয়াত : ২৪।
(১২) হামীম সিজদা্, আয়াত : ৩৭।
(১৩) সূরাহ নাজ্ম, আয়াত : ৬২।
(১৪) সূরাহ ইনশিক্বাক্ব, আয়াত : ২১।
(১৫) সূরাহ ‘আলাক্ব, আয়াত : ১৯।
তিলাওয়াতে সিজদার কতিপয় নিয়মঃ
১। এ সাজদার জন্য অযু শর্ত নয়।
২। তিলাওয়াতে সাজদার ক্বাযা নেই।
৩। একই আয়াত বারবার পড়লে শেষে কেবল একবার সিজদা্ দিলেই চলবে।
৪। যানবাহনে চলার পথে সিজদার আয়াত শুনলে ইশারায় নিজ হাতের উপর সিজদা্ করবে।
৫। সিজদাকারী ‘আল্লাহু আকবার’ বলে সিজদা্ করবে। অতঃপর সাজদার যেকোন দু‘আ পড়বে।
৬। তিলাওয়াতের সিজদা্ হবে মাত্র একটি।
৭। এ সিজদা ফারয নয়। তাই করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই।
৮। সালাত সশব্দে হোক বা নিঃশব্দে সাজদার আয়াত তিলাওয়াত করলে সিজদা্ করতে হবে।
باب تَفْرِيعِ أَبْوَابِ السُّجُودِ وَكَمْ سَجْدَةٍ فِي الْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ بْنِ الْبَرْقِيِّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، عَنِ الْحَارِثِ بْنِ سَعِيدٍ الْعُتَقِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُنَيْنٍ، - مِنْ بَنِي عَبْدِ كُلَالٍ - عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ . قَالَ أَبُو دَاوُدَ : رُوِيَ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صلي الله عليه وسلم إِحْدَى عَشْرَةَ سَجْدَةً وَإِسْنَادُهُ وَاهٍ .
- ضعيف : المشكاة (١٠٢٩)
Narrated Amr ibn al-'As:
The Prophet (ﷺ) taught me fifteen prostrations while reciting the Qur'an, including three in al-Mufassal and two in Surah al-Hajj.
Abu Dawud said: Abu al-Darda' has reported eleven prostrations from the Prophet (ﷺ), but chain of this tradition is weak.
পরিচ্ছেদঃ ৩২৮. সিজদা্সমুহের অনুচ্ছেদমালা এবং কুরআন তিলাওয়াতের সিজদা্ সংখ্যা প্রসঙ্গে
১৪০২। ’উক্ববাহ ইবনু ’আমির (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করি, হে আল্লাহর রসূল! সূরাহ হাজ্জে কি দু’টি সিজদা্ রয়েছে? তিনি বলেন, হ্যাঁ। যে ব্যক্তি এ দু’টি সিজদা্ আদায় করবে না সে যেন তা তিলাওয়াত না করে।[1]
হাসান।
باب تَفْرِيعِ أَبْوَابِ السُّجُودِ وَكَمْ سَجْدَةٍ فِي الْقُرْآنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، أَنَّ مِشْرَحَ بْنَ هَاعَانَ أَبَا الْمُصْعَبِ، حَدَّثَهُ أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ حَدَّثَهُ قَالَ قُلْتُ لِرَسُولِ اللهِ صلي الله عليه وسلم أَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ قَالَ " نَعَمْ وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا "
- حسن
Narrated Uqbah ibn Amir:
I said to the Messenger of Allah (ﷺ): Are there two prostrations in Surah al-Hajj? He replied: Yes; if anyone does not make two prostrations, he should not recite them.