পরিচ্ছেদঃ ৩৬. ইলম অন্বেষণের ব্যাপারে সমতাবিধান সম্পর্কে
৪১৭. সুফিয়ান ইবনু মায়সারাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি তাউসকে ব্যতীত আর কোনো লোককে দেখিনি, যার নিকট ইতর-ভদ্র সকলেই সমান। আর এর (কথার) উপর তিনি কসম করেন।[1]
তাখরীজ: আবু নুয়াইম, হিলইয়া ৪/১৬ ।
بَابُ التَّسْوِيَةِ فِي الْعِلْمِ
أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ مَيْسَرَةَ، قَالَ مَا رَأَيْتُ أَحَدًا مِنَ النَّاسِ، الشَّرِيفُ، وَالْوَضِيعُ، عِنْدَهُ سَوَاءٌ، غَيْرَ طَاوُسٍ، وَهُوَ يَحْلِفُ عَلَيْهِ
পরিচ্ছেদঃ ৩৬. ইলম অন্বেষণের ব্যাপারে সমতাবিধান সম্পর্কে
৪১৮. সুফিয়ান বর্ণনা করেন, যুহরী বলেন: “আমরা ইলম লিখে রাখাকে অপছন্দ করতাম, কিন্তু যখন সুলতান আমাদেরকে তা করতে বাধ্য করল, তখন থেকে আমরা কাউকে তা (ইলম লিখে রাখা) থেকে নিষেধ করাকেই বরং অপছন্দ করতে লাগলাম।[1]
তাখরীজ: ইবনু আব্দুল বার, জামি’ বায়ানিল ইলম নং ১০৯৬; আব্দুর রাযযাক ১১/২৫৮ নং ২০৪৮৬; খতীব, তাকয়ীদুল ইলম পৃ: ১০৭; ইবনু সা’দ, আত তাবাকাত ৭/৩৮৮-৩৮৯; ইবনু আব্দুল বার, জামি’ বায়ানিল ইলম নং ৪৩৯, ৪৪৩; আরও দেখুন, ফাসাওয়ী, আল মারিফাহ ১/৬৩৩।
بَابُ التَّسْوِيَةِ فِي الْعِلْمِ
أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: كُنَّا نَكْرَهُ كِتَابَةَ الْعِلْمِ، حَتَّى أَكْرَهَنَا عَلَيْهِ السُّلْطَانُ، فَكَرِهْنَا أَنْ نَمْنَعَهُ أَحَدًا
إسناده صحيح
পরিচ্ছেদঃ ৩৬. ইলম অন্বেষণের ব্যাপারে সমতাবিধান সম্পর্কে
৪১৯. ইবনু আউন বলেন: তারা মুহাম্মদ (ইবনু সীরীন)-এর নিকট কোনো এক ব্যক্তি সম্পর্কে সমালোচনা করলেন তথা সে তার নিকট হাদীস বর্ণনা করেছিল। তখন তিনি বললেন: যদি সে কোনো কালো মানুষ (নিগ্রো)ও হতো, তবুও সে এবং মুহাম্মদের (তথা নিজের) ছেলে আব্দুল্লাহ এ (হাদীস বর্ণনার) বিষয়ে আমার নিকট সমান হতো।[1]
তাখরীজ: (মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ দেননি- অনুবাদক।)
بَابُ التَّسْوِيَةِ فِي الْعِلْمِ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ: كَلَّمُوا مُحَمَّدًا، فِي رَجُلٍ - يَعْنِي: يُحَدِّثُهُ - فَقَالَ: لَوْ كَانَ رَجُلًا مِنَ الزِّنْجِ، لَكَانَ عِنْدِي وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ فِي هَذَا سَوَاءً
إسناده صحيح
পরিচ্ছেদঃ ৩৬. ইলম অন্বেষণের ব্যাপারে সমতাবিধান সম্পর্কে
৪২০. সালত ইবনু রাশিদ থেকে বর্ণিত, সালম্ ইবনু কুতাইবা একদা তাউসকে কোনো একটি বিষয়ে প্রশ্ন করলেন, কিন্তু তিনি তার জবাব দিলেন না। তখন তাকে বলা হলো, ইনি সালম্ ইবনু কুতাইবা। তখন তিনি বললেন: তার ক্ষেত্রে এ কাজ করা আমার জন্য অধিকতর সহজ।[1]
তাখরীজ: এটি আমি এ ব্যতীত অন্য কোথাও পাইনি।
بَابُ التَّسْوِيَةِ فِي الْعِلْمِ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنِ الصَّلْتِ بْنِ رَاشِدٍ، قَالَ: سَأَلَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ طاووسًا، عَنْ مَسْأَلَةٍ فَلَمْ يُجِبْهُ، فَقِيلَ لَهُ: هَذَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ قَالَ: ذَلِكَ أَهْوَنُ لَهُ عَلَيَّ
إسناده صحيح