পরিচ্ছেদঃ ২১/১২. যে বিক্রয়ে ধোঁকা দেয়।
৯৮১. আব্দুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উল্লেখ করলেন যে, তাকে ক্ৰয়-বিক্রয়ে ধোঁকা দেয়া হয়। তখন তিনি বললেন, যখন তুমি ক্রয়-বিক্রয় করবে তখন বলে নিবে কোন প্রকার ধোঁকা নেই।
সহীহুল বুখারী, পর্ব ৩৪ : ক্ৰয়-বিক্রয়, অধ্যায় ৪৮, হাঃ ২১১৭; মুসলিম, পূর্ব ২১: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ১২, হাঃ ১৫৩৩
من يخدع في البيع
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ، فَقَالَ: إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ
حديث عبد الله بن عمر، ان رجلا ذكر للنبي صلى الله عليه وسلم، انه يخدع في البيوع، فقال: اذا بايعت فقل لا خلابة
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
২১/ ক্ৰয়-বিক্ৰয় (كتاب البيوع)