পরিচ্ছেদঃ ৬/১৪. ফজরের দু' রাকাআত সালাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান।
৪১৯. হাফসা (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, যখন মুআয্যিন সুবহে সাদিকের প্রতীক্ষায় থাকত (ও আযান দিত) এবং ভোর স্পষ্ট হতোথ- জামা’আত দাঁড়ানোর পূর্বে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে দু’রাক’আত সালাত আদায় করে নিতেন।
استحباب ركعتي سنة الفجر والحث عليهما
حَدِيْثُ حَفْصَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ وَبَدَا الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ
পরিচ্ছেদঃ ৬/১৪. ফজরের দু' রাকাআত সালাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান।
৪২০. ’আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সালাত সংক্ষেপে আদায় করতেন।
استحباب ركعتي سنة الفجر والحث عليهما
حَدِيْثُ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالْإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ
পরিচ্ছেদঃ ৬/১৪. ফজরের দু' রাকাআত সালাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান।
৪২১. ’আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সালাত সংক্ষেপে আদায় করতেন।
استحباب ركعتي سنة الفجر والحث عليهما
حَدِيْثُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى إِنِّي لَأَقُولُ هَلْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ
পরিচ্ছেদঃ ৬/১৪. ফজরের দু' রাকাআত সালাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান।
৪২২. ’আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল সালাতকে ফজরের দু’রাকাআত সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না।
استحباب ركعتي سنة الفجر والحث عليهما
حَدِيْثُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ لَمْ يَكُنْ النَّبِيُّ ﷺ عَلَى شَيْءٍ مِنْ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيْ الْفَجْرِ