স্বাগত বার্তা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় ভিজিটর, হাদিসবিডি প্রকল্পে আপনার আগমনকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসার সাথে স্বাগত জানাই। আপনার দান ও সহযোগিতা আমাদের জন্য কেবল আর্থিক সহায়তাই নয়—এটি এক মহান সাদাকায়ে জারিয়াহ, যা ইনশাআল্লাহ বহু মানুষের উপকারে আসবে।
আপনার একটি ছোট দানও অসংখ্য মানুষের জন্য সঠিক ইসলামি জ্ঞান লাভের দরজা উন্মুক্ত করতে পারে। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুন, আপনার জীবনে কল্যাণ ও বরকত নাযিল করুন।
প্রকল্পের দৃষ্টি
-
বিশুদ্ধ ইসলামি জ্ঞান পৌঁছে দেওয়া
সবাই যেন নির্ভরযোগ্যভাবে কুরআন, হাদিস ও ইসলামিক গ্রন্থ বাংলায় পড়তে ও বুঝতে পারে। -
পরিচ্ছন্ন ও বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা
দাতাদের সহায়তায় বিজ্ঞাপনমুক্ত ও মনোযোগ-সহায়ক পরিবেশ তৈরি। -
দীর্ঘমেয়াদি সাদাকায়ে জারিয়াহ
প্রকল্পকে টেকসইভাবে চালু রাখা এবং নিয়মিত উন্নত করা। -
বিশ্বজুড়ে প্রসার
বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছে দেওয়া। -
বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা
কনটেন্টের নির্ভুলতা ও ব্যবহারকারীর আস্থা অটুট রাখা আমাদের অঙ্গীকার।
হাদিসবিডি প্রজেক্ট সম্পর্কে
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, দরূদ ও সালাম প্রেরিত হোক তাঁর প্রিয় নবী ও রাসূল মুহাম্মদ ﷺ-এর উপর। অতঃপর—
বাংলা হাদিস (Hadithbd) প্রকল্প
আলহামদুলিল্লাহ্, “বাংলা হাদিস” তথা Hadithbd প্রকল্প ২০১৩ সালের মে মাস থেকে যাত্রা শুরু করেছে। শুরু থেকেই এটি একটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ, যার সাথে কোনো দল, সংগঠন বা গ্রুপের সম্পৃক্ততা নেই। আলহামদুলিল্লাহ্, এখন পর্যন্ত যেমন ছিলাম, ভবিষ্যতেও যেন স্বাধীনভাবে এই কাজ চালিয়ে যেতে পারি—এ দুয়া করি।
আমাদের উদ্দেশ্য
আমাদের লক্ষ্য একটাই: বাংলা ভাষাভাষী মানুষের কাছে বিশুদ্ধ ইসলামকে সহজভাবে পৌঁছে দেওয়া।
যাতে সবাই যাচাই-বাছাই করে সঠিক ইসলামকে জানতে, বুঝতে ও গ্রহণ করতে পারে।
আর এই প্রচেষ্টার মাধ্যমে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টিই কামনা করি।
আমাদের উদ্দেশ্য এই নয় যে, এই প্রকল্পের মাধ্যমে দুনিয়ার সম্পদ—বাড়ি, গাড়ি বা সম্মান অর্জন করব। বরং একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন প্রচার এবং এর মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা। যদি কখনো এই কাজ দুনিয়ার স্বার্থসিদ্ধির মাধ্যম হয়ে দাঁড়ায়, তবে আল্লাহ্ যেন আমাদের সেই পথ থেকে ফিরিয়ে দেন। আমীন।
অনুদান প্রসঙ্গ
আমরা সাধারণত অনুদান চাইতে পছন্দ করি না। ব্যক্তিগতভাবে আমিও (রোকনুল হক) এটিকে পছন্দ করি না। তথাপি, এই প্রকল্পকে অব্যাহত রাখতে প্রতি মাসে একটি উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন হয়। শুধুমাত্র এই কারণেই আমরা আপনার সহযোগিতা প্রার্থনা করি।
আমাদের অনুরোধ: আপনি “বাংলা হাদিস” প্রকল্পে যুক্ত থাকুন শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং একে সহযোগিতা করুন। যারা নিয়মিতভাবে আমাদের সহায়তা করে যাচ্ছেন, আল্লাহর রহমতে তারা নীরবেই এই প্রকল্পের অংশীদার। আমরা কখনোই তাদের নাম-পরিচয় প্রকাশ করি না।
আমরা দোয়া করি, আল্লাহ্ তাদের এই অবদান কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। জান্নাতুল ফিরদাউস তাদের চূড়ান্ত পুরস্কার হোক। আমীন।
আল্লাহর উপর ভরসা
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ প্রকল্প চালিয়ে নেবার জন্য যা যা প্রয়োজন আল্লাহ্ নিজেই এর ব্যবস্থা করবেন। অতীতেও যখনই বড় ধরনের অর্থ বা অন্য কোনো বিষয়ে প্রয়োজন হয়েছে, আল্লাহ্ তাঁর বান্দাদের মাধ্যমে সেটির সুন্দর সমাধান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ্, আজও সেই সাহায্য অব্যাহত রয়েছে।