নবীদের কাহিনী হযরত মুহাম্মাদ (সাঃ) - মাদানী জীবন ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সারিইয়া আবুবকর ছিদ্দীক (سرية أبي بكر الصديق)
৭ম হিজরীর শা‘বান মাস। নাজদের বনু কেলাব গোত্রের বিরুদ্ধে এই অভিযান প্রেরিত হয়। এরা বনু গাত্বফানের মুহারিব ও আনমার গোত্র সমূহের সহযোগী ছিল এবং মুসলমানদের উপরে হামলার প্রস্ত্ততি নিচ্ছিল। যুদ্ধে মুসলমানদের জয় হয়। শত্রুদের কিছু নিহত ও কিছু আহত হয়।[1]
[1]. ইবনু সা‘দ ২/৯০; মুবারকপুরী এটা ধরেননি। মানছুরপুরী ধরেছেন। তবে সাল-তারিখ ও সেনা সংখ্যা বলেননি’ (রহমাতুল্লিল ‘আলামীন ২/১৯৭)।