হাদীসের নামে জালিয়াতি শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩৩. খাওয়ার আগে-পরে লবণ খাওয়ায় রোগমুক্তি
আমাদের সমাজে প্রচলিত আরেকটি জাল হাদীস:
إِذَا أَكَلْتَ فَابْدَأْ بِالْمِلْحِ وَاخْتِمْ بِالْمِلْحِ فَإِنَّ الْمِلْحَ شِفَاءٌ مِنْ سَبْعِيْنَ دَاءً
‘‘তুমি যখন খাদ্যগ্রহণ করবে, তখন লবণ দিয়ে শুরু করবে এবং লবণ দিয়ে শেষ করবে; কারণ লবণ ৭০ প্রকারের রোগের প্রতিষেধক...।’’
মুহাদ্দিসগণ একমত যে, এ কথাটি মিথ্যা ও বানোয়াট।[1]
[1] হাইসামী, যাওয়াইদ মুসনাদুল হারিস ১/৫২৬; দাইলামী, আল-ফিরদাউস ৩/৩৩; ইবনুল জাওযী, আল-মাউদূ‘আত ২/১৯২; যাহাবী, তারতীবুল মাউদূ‘আত, পৃ. ২১০; ইবনুল কাইয়িম, আল-মানার, পৃ. ৫৫; সুয়ূতী, আল-লাআলী ২/২১১, ৩৭৪-৩৭৫; ইবনু আর্রাক, তানযীহ ২/২৪৩; তাহির পাটনী, তাযকিরা, পৃ. ১৪১; মোল্লা কারী, আল-আসরার, পৃ. ৩০৩; আল-মাসনূ, পৃ. ৪৬, ১৯০; আজলূনী, কাশফুল খাফা ১/৫৫৬; শাওকানী, আল-ফাওয়াইদ ১/২০৮।