যাকাতের সম্পদ আত্নসাৎকারী ক্বিয়ামতের দিন তার সেই সম্পদ কাঁধে নিয়ে উপস্থিত হবে। হাদীছে এসেছে,
عَنْ عُبَادَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم بَعَثَهُ عَلَى الصَّدَقَةِ فَقَالَ يَا أَبَا الْوَلِيْدِ اتَّقِ لاَ تَأْتِيْ يَوْمَ الْقِيَامَةِ بِبَعِيْرٍ تَحْمِلُهُ لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةٍ لَهَا خُوَارٌ أَوْ شَاةٍ لَهَا ثُؤَاجٌ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ إِنَّ ذَلِكَ لَكَائِنٌ قَالَ إِيْ وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ إِنَّ ذَلِكَ لَكَذَلِكَ إِلاَّ مَنْ رَحِمَ اللهُ قَالَ فَوَالَّذِيْ بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَعْمَلُ عَلَى شَىْءٍ أَبَدًا-
উবাদাহ্ ইবনু ছাবেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাঁকে যাকাত আদায় করার জন্য প্রেরণ করলেন। অতঃপর বললেন, হে আবুল ওয়ালীদ! (যাকাতের সম্পদের ব্যাপারে) আল্লাহকে ভয় কর। ক্বিয়ামতের দিন এমন অবস্থা যেন না আসে যে, তুমি কাঁধের উপর উট বহন করবে যা শব্দ করতে থাকবে অথবা গাভী বহন করবে যা শব্দ করবে অথবা ছাগল বহন করবে যা শব্দ করবে। উবাদাহ্ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! যাকাতের সম্পদ আত্নসাৎ করার জন্য কি এরূপ হবে? তিনি বললেন, সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ। এটাই হবে পরিণতি। তখন উবাদাহ্ (রাঃ) বললেন, সেই সত্তার শপথ! যিনি আমাকে সত্য সহ প্রেরণ করেছেন। আমি এরূপ যাকাত আদায়ের কাজ কখনো করব না।[1]
অন্য হাদীছে এসেছে,
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ عَنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ قُمْ عَلَى صَدَقَةِ بَنِيْ فُلاَنٍ وَانْظُرْ لاَ تَأْتِيْ يَوْمَ الْقِيَامَةِ بِبَكْرٍ تَحْمِلُهُ عَلَى عَاتِقِكَ أَوْ عَلَى كَاهِلِكَ لَهُ رُغَاءٌ يَوْمَ الْقِيَامَةِ قَالَ يَا رَسُوْلَ اللهِ اصْرِفْهَا عَنِّيْ فَصَرَفَهَا عَنْهُ-
সা‘দ ইবনু উবাদাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাঁকে বললেন, যাও অমুক গোত্রের যাকাত আদায় করে নিয়ে আস। আর মনে রেখ, ক্বিয়ামতের দিন এমন অবস্থায় যেন প্রত্যাবর্তন না কর যে, তুমি কাঁধের উপর কিংবা পিঠের উপর উট বহন করবে য শব্দ করতে থাকবে। সা‘দ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন, তিনি তাঁকে অব্যাহতি দিয়ে দিলেন।[2]
[2]. মুসনাদে আহমাদ হা/২২৫১৪; ছহীহ তারগীব হা/৭৭৭।