দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
ডিউটির ফিক্সড টাইম আট ঘণ্টা। শুরুতে ১০/১৫ মিনিট দেরি করে এলে এবং শেষে ১০/১৫ মিনিট আগে বেরিয়ে গেলে কোন ক্ষতি হবে কি?
এ ক্ষতির কথা ম্যানেজারের কাছে বলুন। সে চাইলে দেরিতে আসা ও আগে বেরিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে। অনুমতি না দিলে ডিউটির বাঁধা সময় চুরি করা বৈধ নয়। (ইবনে উসাইমিন)