দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
পরীক্ষায় চিট করে পাশ করা বৈধ কি?
ধোঁকা দেওয়া হারাম। পরীক্ষা দ্বীনী বিষয়ে হক অথবা দুনিয়াবী বিষয়ে, সর্ব বিষয়ে পরীক্ষায় ধোঁকা দেওয়া এবং চিট, চুরি বা টুকলি করে লেখা হারাম। আল্লাহর রাসুল (সঃ) বলেন, “যে ব্যক্তি তোমাদেরকে ধোঁকা দেয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়।” (ত্বাবারানীর, কাবির ও সাগির, ইবনে হিব্বান ৫৫৩৩, সহিহুল জামে ৬৪০৮ নং) এতে সব রকমের ধোঁকা শামিল।