জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত ছালাতের পদ্ধতি মুযাফফর বিন মুহসিন
(১৮) দ্বিতীয় সালামের শেষে ‘ওয়াবারাকা-তুহু’ যোগ করা
(১৮) দ্বিতীয় সালামের শেষে ‘ওয়াবারাকা-তুহু’ যোগ করা :
সালাম ফিরানোর সময় বাম দিকের সালামের সাথে অনেক মুছল্লী ‘ওয়া বারাকা-তুহু’ যোগ করে থাকে। এটা সঠিক নয়। বরং শুধু ডান দিকের সালামের সাথে যোগ করা যাবে।[1] উল্লেখ্য যে, বুলূগুল মারামে আবুদাঊদের উদ্ধৃতি দিয়ে দুই দিকেই যোগ করে যে হাদীছ উল্লিখিত হয়েছে, তা ভুলক্রমে হয়েছে। মূল আবুদাঊদে তা নেই।[2]
[1]. ইরওয়াউল গালীল হা/৩২৬-এর আলোচনা দ্রঃ, ২/২৯ পৃঃ; আবুদাঊদ হা/৯৯৭, ১/১৪৩ পৃঃ।
[2]. বুলূগুল মারাম হা/৩২০; আবুদাঊদ হা/৯৯৭, ১/১৪৩ পৃঃ।
[2]. বুলূগুল মারাম হা/৩২০; আবুদাঊদ হা/৯৯৭, ১/১৪৩ পৃঃ।