প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৩১. হায়েয শুরু হওয়ার আগেই হলুদ রঙের কিছু তরল পদার্থ বের হলে?
এমন দেখতে পেলে বা পবিত্র হওয়ার পর হলুদ বা মেটে রঙের তরল পদার্থ নির্গত হলে মনে করতে হবে, এটা হায়েয অবস্থা নয়। এটা কিছুই না। অর্থাৎ এ অবস্থায় নামায আদায় করবে। উম্মে আতিয়্যা (রা) বলেন, “আমরা হলুদ রঙ ও মেটে রঙের তরল পদার্থ বের হতে দেখলে এটাকে কোন কিছুই মনে করতাম না (অর্থাৎ এগুলো হায়েযের রক্ত নয়)।” (আবু দাউদ)