প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮০. শরীরের কোন অঙ্গ থেকে রক্ত গড়িয়ে পড়লে ওযু থাকবে কি না?
ইমাম আবু হানীফা (র) বলেছেন, শরীরের কোন অঙ্গ থেকে রক্ত গড়িয়ে পড়লে ওযু ভেঙে যাবে। এক্ষেত্রে বাকি তিন ইমামের অভিমত হলো, এতে ওযু ভাঙবে না। তবে কোন দলের পক্ষেই সরাসরি কোন সহীহ হাদীস নেই ।