প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৬৮. ক্রমধারা ভঙ্গ করে কেউ যদি ওযু করে তাহলে কি তার ওযু হবে?
কেউ যদি আগে পা ধোয়, পরে হাত ধোয়, এভাবে উলট-পালট করে ক্রমধারা ভঙ্গ করে ওযূ করে তাহলে অধিকাংশ ফকীহ’র মতে ওযূ হবে না। কারণ, তাদের মতে, ক্রমধারা রক্ষা করাও ফরয।