প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৫৫. কোন হাত দিয়ে দাঁত মাজব? - [মিসওয়াক করার পদ্ধতি]
ইমাম আবু হানীফা (র)-সহ অধিকাংশ ফুকাহাদের মতে এটি একটি ইবাদত। অতএব ডান হাত দিয়ে দাঁত মাজবে । তবে হানাফী মতাবলম্বীদের আরেকদল ফকীহ অবশ্য বলেছেন, যদি এ মাজাটি ইবাদতের নিয়তে না হয়ে শুধু দাঁতের পরিচ্ছন্নতার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে মাজবে বাম হাত দিয়ে । ইমাম আহমদ ইবনে হাম্বল (র) বলেছেন, যেহেতু এটা একটা পরিচ্ছন্নতার কাজ, সেহেতু বাম হাতেই মাজবে । আপনি যে কোন একটা মত বা উভয়টিই গ্রহণ করতে পারেন।