প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত ফিকহুল ইবাদাত পরিচিতি ও ঈমান ভঙ্গ ও ইবাদাত নষ্টকারী পাপ কাজ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
জেনে না জেনে বা ভুলে উপরে বর্ণিত কোন এক বা একাধিক পাপ যদি কেউ করে ফেলে তাহলে এ থেকে শুধরানোর উপায় কি?
তাকে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে । তাওবা করতে হবে খালেছ দিলে, অনুশোচনা করা ও অনুতপ্ত হতে হবে । ভবিষ্যতে এমন পাপের ধারে কাছেও আর যাবে না, এরূপ দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তার এ তাওবা হতে হবে মৃত্যুর পূর্বে, এতে ইনশাআল্লাহ তাআলা তাওবা কবুল হবে এবং আল্লাহ তাকে মাফ করে দেবেন। আল্লাহর নামতো তাওয়াব এবং তিনি গাফুরুর রাহীম এবং তিনি অতিশয় দয়ালু ।
উল্লেখ্য যে, সিয়ামসহ যাবতীয় ইবাদত কবুল হওয়ার প্রথম ও অপরিহার্য শর্ত হলো ঈমান থাকা এবং তা ভঙ্গ হয়ে যায় এমন সর্বনাশা পাপ থেকে দূরে থাকা ।