কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
ইসলামী জীবন-ধারা সফরের আদব আবদুল হামীদ ফাইযী
জিহাদ বা হজ্জ থেকে ফিরে এলে দু'আ
জিহাদ বা হজ্জ থেকে ফিরে এলে নিম্নের দু‘আ পড়বেন,
لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَ هُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
অতঃপর সফর থেকে ফিরে আসার উপরোক্ত (আ-ইবূনা---) দু‘আটি পড়বেন। তারপর এই দু‘আটি যুক্ত করবেন,
صَدَقَ اللهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ
উচ্চারণঃ স্বাদাক্বাল্লা-হু অ’দাহ, অনাসারা আবদাহ, অহাযামাল আহযা-বা অহদাহ।
অর্থঃ আল্লাহ তাঁর অঙ্গীকার সত্য করেছেন, তিনি তাঁর দাসকে সাহায্য করেছেন এবং একাই দলসমূহকে পরাস্ত করেছেন।[1]
[1]. বুখারী ৭/১৬৩, মুসলিম২/৯৮০