কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
ইসলামী জীবন-ধারা সফরের আদব আবদুল হামীদ ফাইযী
পারলে বৃহস্পতিবার এবং সকাল সকাল সফরে বের হন
যেহেতু আল্লাহর নবী (ﷺ) বৃহস্পতিবার সফরে বের হতে পছন্দ করতেন।[1]
সখর গামেদী (রাঃ) হতে বর্ণিত, রাসুল (ﷺ) বলেন, ‘‘হে আল্লাহ! তুমি আমার উম্মতের প্রত্যূষে বরকত দাও।’’ আর তিনি কোন সৈন্যবাহিনী প্রেরণ করলে সকাল-সকাল প্রেরণ করতেন। সখ্র (রাঃ) একজন ব্যবসায়ী ছিলেন। তিনিও সকাল-সকাল ব্যবসায় (লোক) পাঠাতেন। ফলে তিনি ধনবান হয়েছিলেন এবং তাঁর মাল-ধন হয়েছিল প্রচুর।[2]
[1]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/১৫৩৫৪, বুখারী তাওহীদ পাবঃ হা/ ২৯৫০
[2]. আহমাদ, আবু দাঊদ ২৬০৬, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ, সহীহ আবু দাঊদ ২২৭০
[2]. আহমাদ, আবু দাঊদ ২৬০৬, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ, সহীহ আবু দাঊদ ২২৭০