কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
হাদীসের নামে জালিয়াতি হায়াতুন্নবী বা রাসুলুল্লাহ ﷺ-এর ওফাত পরবর্তী জীবন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩৮. তিনি আমাদের দরুদ-সালাম শুনতে বা দেখতে পান
আব্দুল হাই লাখনবী বলেন, প্রচলিত জাল ও মিথ্যাগুলোর একটি:
إِنَّهُ ﷺ يَسْمَعُ صَلاَةَ مَنْ يُصَلِّيْ عَلَيْهِ وَإِنْ كَانَ نَائِياً مِنْ قَبْرِهِ بِلاَ وَاسِطَةٍ
‘‘যদি কেউ রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর দরুদ পাঠ করে, তবে সে ব্যক্তি যত দূরেই থাক, তিনি কারো মাধ্যম ছাড়াই তা শুনতে পান।’’[1]
[1] আব্দুল হাই লাখনবী, আল-আসার, পৃ. ৪৬।