কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
হাদীসের নামে জালিয়াতি ৯. জাল হাদীস চিহ্নিতকরণে বাঙালী আলিমগণ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ২. ৪. ৯. শারহুল আকায়িদ আন-নাসাফিয়্যাহ
আল্লামা মাসঊদ ইবন উমার সাদুদ্দীন তাফতাযানী (৭৯৩ হি) রচিত ‘শারহুল আকাইদ আন-নাসাফিয়্যাহ’ গ্রন্থের নিম্নের হাদীসটি জাল বলে চিহ্নিত করেছেন আবূ জাফর সিদ্দিকী: ‘আলিম বা তালিব ইলম যখন কোনো গ্রাম-মহল্লা দিয়ে গমন করেন তখন আল্লাহ সে গ্রাম বা মহল্লার গোরস্থানের আযাব ৪০ দিনের জন্য তুলে নেন।’’[1]
[1] আবূ জাফর সিদ্দিকী, প্রাগুক্ত: উর্দু, পৃ. ১২-৯৯, বাংলা, পৃ. ৪৮৪-৪৮৬।