কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল দ্বাদশ অধ্যায়- ঈদ ও তার বিভিন্ন আহকাম আবদুল হামীদ ফাইযী
পায়ে হেঁটে যাওয়া
পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া মুস্তাহাব। ইবনে উমার ও অন্যান্য সাহাবা y কর্তৃক বর্ণিত যে, মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটেই বাড়ি ফিরতেন।[1]
আলী (রাঃ) বলেন, ‘একটি সুন্নত হল, পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া।’[2]
এ ছাড়া সাঈদ বিন মুসাইয়েবের উক্তি পূর্বে উল্লিখিত হয়েছে; তিনি বলেছেন, ‘ঈদুল ফিতরের সুন্নত হল ৩টি; পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, যাওয়ার আগে কিছু খাওয়া এবং গোসল করা।’[3] যুহরী বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কখনো জানাযায় অথবা ঈদুল ফিতরে অথবা ঈদুল আযহায় সওয়ার হয়ে যান নি।’[4] ইমাম আহমাদ বলেন, ‘আমরা হেঁটে যাই, আমাদের ঈদগাহ নিকটে। দূরে হলে সওয়ার হয়ে যাওয়ায় দোষ নেই।’[5]
[1] (সহীহ ইবনে মাজাহ, আলবানী ১০৭০, ১০৭১, ১০৭৩নং)
[2] (তিরমিযী ৫৩০, সহীহ ইবনে মাজাহ, আলবানী ১০৭২, বাইহাকী ৩/২৮১)
[3] (ইরওয়াউল গালীল, আলবানী ৩/১০৪)
[4] (ঐ ৩/১০৩)
[5] (আল-মুগনী ২/৩৭৪)
[2] (তিরমিযী ৫৩০, সহীহ ইবনে মাজাহ, আলবানী ১০৭২, বাইহাকী ৩/২৮১)
[3] (ইরওয়াউল গালীল, আলবানী ৩/১০৪)
[4] (ঐ ৩/১০৩)
[5] (আল-মুগনী ২/৩৭৪)