রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল দ্বাদশ অধ্যায়- ঈদ ও তার বিভিন্ন আহকাম আবদুল হামীদ ফাইযী
ঈদগাহে বের হওয়া

সুন্নত এই যে, ঈদের নামাযের জন্য গ্রাম-শহরের বাইরে ঈদগাহ হবে। যেহেতু মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) উভয় ঈদের দিন মসজিদ ত্যাগ করে ঈদগাহে বের হতেন। অনুরূপ আমল ছিল খুলাফায়ে রাশেদ্বীনের এবং তাঁদের পরবর্তীদের।[1]

[1] (দ্রঃ বুখারী ৯৫৬, মুসলিম ৮৮৯, নাসাঈ ১৫৭৫, বাইহাকী ৩/২৮০, আহমাদ, মুসনাদ ৩/৩৬, ৫৪)