কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল দশম অধ্যায় - রমাযানে যে যে কাজ করা রোযাদারের কর্তব্য আবদুল হামীদ ফাইযী
কুনূতের দুআর শেষে মুখে হাত বুলানো
দুই হাত তুলে কুনূতের (অনুরূপ যে কোন) দুআর শেষে মুখে হাত বুলানো সুন্নত নয়। কেননা, এ ব্যাপারে বর্ণিত সমস্ত হাদীস যয়ীফ।[1] আর যয়ীফ হাদীস দ্বারা কোন সুন্নত প্রমাণ করা আমাদের জন্য সম্ভব নয়। তাই অনেক উলামা পরিষ্কারভাবে এ কাজকে বিদআত বলেছেন।[2]
মাজমূ’ নামক কিতাবে ইমাম নওবী ইয্য্ বিন আব্দুস সালামের সাথে একমত হয়ে বলেন, (দুআর শেষে মুখে হাত বুলানো) মুস্তাহাব নয়। ইয্য্ বিন আব্দুস সালাম বলেছেন, ‘জাহেল ছাড়া এ কাজ কেউ করে না।’
এতদ্ব্যতীত এ কাজ বিধেয় না হওয়ার সমর্থনকারী আরো দলীল এই যে, হাত তুলে দুআ করার কথা বহু হাদীসেই এসেছে; কিন্তু কোন হাদীসে দুআর শেষে মুখে হাত বুলানোর কথা উল্লেখ হয়নি। আর তার মানেই হল, ইন শাআল্লাহ- হাত বুলানোর সপক্ষের হাদীসগুলি মুনকার (সহীহ-বিরোধী), বিধায় তা বিধেয় নয়।[3]
[1] (দ্রঃ ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮১, আশ্শারহুল মুমতে’ ৪/৫৫)
[2] (দ্রঃ ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮২, মু’জামুল বিদা’ ৩২২পৃঃ)
[3] (ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮২)
[2] (দ্রঃ ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮২, মু’জামুল বিদা’ ৩২২পৃঃ)
[3] (ইরওয়াউল গালীল, আলবানী ২/১৮২)