হজ্জ, উমরা ও যিয়ারত গাইড মীকাত ও এহরাম ইসলামহাউজ.কম
এহরাম বাধার নিয়ম

বাংলাদেশ থেকে যারা হজ্জ করতে যান তাদের অধিকাংশই তামাত্তু হজ্জ করে থাকেন। তামাত্তু হজ্জের জন্য দু’বার এহরাম বাঁধতে হয়। প্রথমবার শুধু উমরার নিয়ত করে মীকাত থেকে। দ্বিতীয়বার ৮ জিলহজ্জ তারিখে মক্কা শরীফে যে জায়গায় আপনি আছেন সে জায়গা থেকে। উভয় এহরাম সম্পর্কে বিস্তারিত নিয়ম-কানুন নীচে উল্লেখ করা হল।