কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়] যাকাত পরিচিতি শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন
কোন দরিদ্রকে প্রদানকৃত ঋণের টাকা সে পরিশোধ করতে অক্ষম হলে তা ফেরত না নিয়ে যাকাতের টাকা থেকে বাদ দেওয়ার হুকুম
যদি কোন দরিদ্র ব্যাক্তিকে ঋণ প্রদান করা হয়। আর সে তা পরিশোধ করতে অক্ষমতা প্রকাশ করে, তাহলে তা ফেরত না নিয়ে যাকাতের টাকা থেকে বাদ দেওয়া যাবে। কেননা সে ঋণগ্রস্ত। আর আল্লাহ তা‘আলা যাকাত বণ্টনের যে ৮ টি খাত উল্লেখ করেছেন, ঋণগ্রস্ত ব্যক্তি তার অন্তর্ভূক্ত (সূরা আত তাওবাহ ৯/৬০)।