প্রশ্নোত্তরে রমযান ও ঈদ সিয়ামের নিয়ত : সময় ও পদ্ধতি অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
নিয়ত কাকে বলে? এটা কীভাবে করব?

নিয়ত হল মনের ইচ্ছা, সঙ্কল্প বা প্রতিজ্ঞা করা। এটা অন্তরের কাজ, মুখে উচ্চারণ করার বিষয় নয়। জিহবার সাথে এর কোন সম্পর্ক নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোন কাজের প্রারম্ভে মনের মধ্যে যে ইচ্ছা পোষণ করা হয় এটাকেই নিয়ত বলা হয়।