কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
২.৩২ জুমু'আর বিবিধ মাসাইল- ১৫০. জুমু'আর সালাত পড়া অবস্থায় যদি কোন মুক্তাদির ওযু ছুটে যায় তখন কী করবে?
মসজিদ থেকে বের হয়ে যাবে। নতুন ওযু করে ফিরে এসে যদি দ্বিতীয় রাকাআতের রুকু পাওয়া যায় তাহলে এক রাকাআত পাওয়া গেল বলে গণ্য হবে। অতঃপর ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে আরেক রাকাআত নিজে নিজে পড়ে নেবে। আর যদি দ্বিতীয় রাকাআতের রুকু না পায়, সিজদা বা তাশাহহুদের বৈঠকে শরীক হয় তাহলে জুমু'আ পেল। সেক্ষেত্রে সে যোহরের নিয়ত করে চার রাকাআত আদায় করবে।