কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১২৭. জুমু'আ ও যোহরের মধ্যে পার্থক্য কী?
পাঁচটি পার্থক্য আছে-
(১) যোহর সকল প্রাপ্তবয়স্ক বিবেক সম্পন্ন মুমিন নর-নারীর উপর ফরয, আর জুমু'আ সকলের উপর ফরয নয়, (২) যোহর হলো মূল সালাত, আর জুমু'আ হলো যোহরের পরিবর্তে। (৩) জুমুআর কিরাআত প্রকাশ্যে আর যোহরের কিরাআত চুপে চুপে। (৪) জুমু'আর ফরয দুই রাকা'আত আর যোহরের ফরয চার রাকাআত, (৫) জুমু'আয় খুৎবা আছে; কিন্তু যোহরের কোন খুৎবা নেই।