কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৯৮. কতদিন পর্যন্ত কসর করা যাবে?
এ বিষয়ে হাদীসে নির্দিষ্ট করে দিনের সংখ্যা উল্লেখ নেই। ইজতিহাদের ভিত্তিতে কেউ বলেছেন ১৫ দিন, কেউ বলেছেন ৪ দিন, কেউ বলেছেন ৪ দিনের বেশি হলে নিজেকে মুকীম হিসেবে নিয়ত করাই উত্তম। আর যদি সফরে কতদিন থাকতে হবে তা অনিশ্চিত থাকে তাহলে সফর যত দীর্ঘদিনেরই হোক কসর করবে।